Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


এক নজরে তেজগাঁও উন্নয়ন সার্কেল

তেজগাঁও উন্নয়ন সার্কেল ঢাকা জেলার দোলাইপাড় এ প্রায় চার একর জমির উপর অবস্থিত । বাংলাদেশের এক মাত্র প্রশাসনিক সার্কেল তেজগাঁও উন্নয়ন সার্কেল । ঢাকা মহানগরি ঘিরে ১৬ টি ইউনিয়নের প্রশাসনিক প্রান কেন্দ্র এই তেজগাঁও উন্নয়ন সার্কেল তার সকল ইউনিয়নের যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন সহ অনান্য সকল কর্মকান্ড তদারকি এবং প রিচালনা করে।

তেজগাঁও উন্নয়ন সার্কেলের নির্বাহী প্রধান হলেন সার্কেল অফিসার যিনি সার্কেলের আওতাধীন সকল কার্যাক্রম তদারকি করেন । বর্তমান সার্কেল অফিসার হলেন জনাব  শাহনাজ সুলতানা সার্কেল অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট । মহানগর  সংলগ্ন ১৬টি ইউনিয়ন গুলো হলঃ- 

অত্র কার্যালয় হতে ঢাকা মহানরের এই ১৬ টি ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ডসহ মহানগরীর ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সমম্বয় করা হয় । বর্তমান অত্র কমপ্লেক্স অবস্থিত অন্যান্য দপ্তরগুলো হলোঃ

**** মেট্রো পলিটন  কৃষি অফিসারের কার্যালয় ।

**** প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তার কার্যালয়।

***  থানা প্রানী সম্পদ কর্মকর্তা কার্যালয় (মেট্রো) ।

**** উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয় ।

**** উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় ।

**** থানা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয় ।

**** ডেমরা থানা নির্বাচন অফিসারের কার্যালয় ।

**** পরিবার পরিকল্পনা ক্লিনিক ।

 

  •