Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


ব্যবসা বানিজ্য

 

ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে পণ্য প্রেরণের জন্য কিছুদিন আগ পর্যন্ত প্রায় সবাই রাষ্ট্রায়ত্ত ডাক বিভাগের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু এখন পণ্য এবং চিঠিপত্র পরিবহনের জন্য দেশী-বিদেশী বিভিন্ন পরিবহন সংস্থা ও কুরিয়ার সার্ভিস কাজ করছে।

ডিএইচএল এবং ফেডারেল এক্সপ্রেসের মত আন্তর্জাতিক কুরিয়ারগুলো ঢাকা বা চট্টগ্রাম থেকে কেবল দেশের বাইরে পণ্য এবং চিঠিপত্র পৌঁছে দেয়। দেশের ভেতরে পণ্য পৌঁছানোর ব্যবস্থা তাদের নেই। আবার দেশী কিছু পরিবহন সংস্থা আছে যারা কেবল পণ্য পরিবহনের কাজ করে, চিঠিপত্র নয়। আবার সব পরিবহন সংস্থা দেশের সব জায়গায় পণ্য পোঁছানোর কাজ করে না।

এরকম ঢাকা থেকে দেশের বিভিন্ন জায়গায় এবং  বিভিন্ন দেশে পণ্য ও চিঠিপত্র পৌঁছানোর নিয়মকানুন, খরচ, অফিসের ঠিকানা, কোন প্রতিষ্ঠান কোথায় পণ্য পোঁছানোর কাজ করে ইত্যাদি তথ্য থাকছে এখানে।

 

ট্রান্সপোর্ট এজেন্সী

দেশের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীগণ ঢাকার মৌলভীবাজার, চকবাজার, ইসলামপুর, বাবুবাজার ও অন্যান্য এলাকা থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ব্যবসা করে থাকেন। তাদের এসকল ব্যবসায়ী পণ্য নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে চাঁনখারপুল, নয়াবাজার, বাবুবাজার, বংশাল, বড় কাটরা, ছোট কাটরা এলাকায় রয়েছে অসংখ্য ট্রান্সপোর্ট এজেন্সী। এসকল এজেন্সীগুলো ব্যবসায়ীক পণ্যের পাশাপাশি অন্যান্য মালামালও পরিবহন করে থাকে।

 

পণ্য পাঠানোর প্রক্রিয়া

  • এসকল পরিবহনে মালামাল পাঠাতে চাইলে মালামাল নিয়ে ট্রান্সপোর্ট এজেন্সীর অফিসে যেতে হয়।
  • মালামালের ওজন দুইভাবে করা হয়। ভারী মালামালের ক্ষেত্রে কেজি হিসেবে এবং হালকা মালামালের ক্ষেত্রে কার্টুন/ প্যাকেটের সাইজের উপর নির্ধারিত হয়।
  • মালামাল পাঠানোর সম্পূর্ণ খরচ বুকিংয়ের সময় প্রদান করতে হয়। খরচ পরিশোধ করে রশিদ সংগ্রহ করতে হয়।
  • মালামাল গাড়িতে উঠানো নামানোর খরচ সাধারণত পরিবহন মালিকগণ বহন করেন। কিন্তু সোনারগাঁও ট্রান্সপোর্ট এজেন্সী গাড়িতে মালামাল উঠানোর খরচ বহন করলেও নামানোর খরচ পণ্যের মালিক-কে বহন করতে হয়। জনপ্রিয় মক্কা ট্রান্সপোর্ট এজেন্সীতে মালামাল উঠানো নামানো খরচ মালামালের মালিককে বহন করতে হয়।
  • মালামালের প্যাকেটের গায়ে প্রাপকের সম্পূর্ণ ঠিকানা, ফোন ও মোবাইল নম্বর লিখতে হয়।
  • পরিবহন কোম্পানীর অফিসে মালামাল প্যাকেট করার ব্যবস্থা থাকে না।  এজন্য মালিককেই পণ্য প্যাকেট করে নিয়ে যেতে হয়।
  • গ্রাহকের পাঠানো মালামালের প্যাকেটের কোন রুপ পরিবর্তন করা হয় না।